১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ভিজিএফ এর চাল পাবেন সাড়ে ৪ লাখ হতদরিদ্র

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর আওতায় ৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিন টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জনপ্রতি হত-দরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই।

উপজেলা ও পৌরসভা পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভার গরিব-দুস্থ পরিবারগুলো পাবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল। ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করা হবে। সরকার প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) ভিজিএফের আওতায় সারা দেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়ে আসছে।

এজন্য জেলা প্রশাসকদের বরাবরে ঈদের আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। গ্রামের গরিব, অসহায় পরিবারগুলো যাতে ঈদে কষ্টে না পড়ে সেজন্য এই বরাদ্দ দেয়া হয়। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বদরুদ্দোজা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের আওতায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা পর্যায়ে ৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি এসেছে। জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভার ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরি করবেন। উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে, বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবে।

এছাড়া অসচ্ছল প্রতিবন্ধী লোকজনকেও সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের গলায় রশি দিয়ে আত্মহত্যা

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামে মো: রবিউল আলম (৭০) নামের এক বৃদ্ধ গলায় নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধিঃ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর থানার মামলা নং-০৬ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২১, জিআর নং – ৪০/২১

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ)মোঃ রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও আওয়ামীপন্থীদের টাকার বিনিময়ে পুনর্বাসনস, প্রকাশ্যে ঘুষ বাণিজ্যসহ ব্যাপক

সিরাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুই নির্মান শ্রমিক নিহত, আহত ৩

মো. সোহাগ হোসেন, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ড্রেন নির্মানকাজ করার সময় ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মান শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে

Scroll to Top