১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ড্রাইভার সংকটে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধঃ চরম দূর্ভোগ

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হাসপাতালে (মুন্সিগঞ্জ) ড্রাইভার সংকটের কারনে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মুমুর্ষ রোগীরা।জীবন বাচাতে অন্যত্র উন্নত চিকিৎসা নেওয়ার জন্য নগদ অর্থের বিনিময়ে বাধ্য হয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবহার করছেন ভুক্তভোগীরা।

ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, আমরা জরুরি রোগী নিয়ে আসলে জরুরি বিভাগ থেকে ঢাকায় রেফার্ড করা হলেও তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছি না। বাধ্য হয়ে চড়াও দামে বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হয়। আগের ড্রাইভারদের বদলি হয়েছে। নতুন ড্রাইভার যেন তাড়াতাড়ি যোগদান করে সেবার মান অব্যাহত রাখে উপর মহলের প্রতি জোর দাবি জানাই।

হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স ড্রাইভার জসিম উদ্দিন ও মনির হোসেন কে নিয়ম বহির্ভূত কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত ২ মার্চ ঢাকা বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) এর কার্যালয় থেকে তাদের বদলী করা হয়েছে।

তাদের কর্মস্থলে টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মোশারফ হোসেন কে স্থানান্তর করা হলেও তিনি এখনও কর্মস্থলে যোগদান না করার কারনে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ হয়ে যায়। বদলী আদেশে আরো উল্ল্যেখ করা হয়,আদেশ প্রদানের তিন কার্যদিবসের মধ্যে বদলী/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় চতুর্থ কার্যদিবস হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গন্য হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায় ডাঃ আহমেদ কবীর জানান, দুইজন ড্রাইভারকে টঙ্গীবাড়ি ও ঢাকার কেরানীগঞ্জে বদলি করা হয়েছে। নতুনজন এখনো যোগদান করেনি। তাকে দ্রুতই যোগদানের জন্য বলা হয়েছে। আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ সারাদেশের মতো কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলার ৯৭টি কেন্দ্র জুড়ে আজ

ডোমারে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মর্চ ২০২৫ অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৪৫৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এ উপলক্ষে একটি অবহিতকরণ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এখানে চিকিৎসক ছাড়াও রয়েছে অন্যান্য পদের কর্মচারী সংকট।

কুমিল্লার মুন হসপিটালে ১৫ বছর যাবৎ ডায়ালাইসিস করছেন ভুয়া চিকিৎসক

মোঃ সাদেকুল ইসলাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা স্বাচিপ সভাপতি ডাঃ বাকি আনিছের মালিকানাধীন মুন হসপিটালের ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি গত ১৫ বছর যাবত এ

Scroll to Top