তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হাসপাতালে (মুন্সিগঞ্জ) ড্রাইভার সংকটের কারনে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মুমুর্ষ রোগীরা।জীবন বাচাতে অন্যত্র উন্নত চিকিৎসা নেওয়ার জন্য নগদ অর্থের বিনিময়ে বাধ্য হয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবহার করছেন ভুক্তভোগীরা।
ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, আমরা জরুরি রোগী নিয়ে আসলে জরুরি বিভাগ থেকে ঢাকায় রেফার্ড করা হলেও তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছি না। বাধ্য হয়ে চড়াও দামে বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হয়। আগের ড্রাইভারদের বদলি হয়েছে। নতুন ড্রাইভার যেন তাড়াতাড়ি যোগদান করে সেবার মান অব্যাহত রাখে উপর মহলের প্রতি জোর দাবি জানাই।
হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স ড্রাইভার জসিম উদ্দিন ও মনির হোসেন কে নিয়ম বহির্ভূত কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত ২ মার্চ ঢাকা বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) এর কার্যালয় থেকে তাদের বদলী করা হয়েছে।
তাদের কর্মস্থলে টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মোশারফ হোসেন কে স্থানান্তর করা হলেও তিনি এখনও কর্মস্থলে যোগদান না করার কারনে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ হয়ে যায়। বদলী আদেশে আরো উল্ল্যেখ করা হয়,আদেশ প্রদানের তিন কার্যদিবসের মধ্যে বদলী/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় চতুর্থ কার্যদিবস হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গন্য হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায় ডাঃ আহমেদ কবীর জানান, দুইজন ড্রাইভারকে টঙ্গীবাড়ি ও ঢাকার কেরানীগঞ্জে বদলি করা হয়েছে। নতুনজন এখনো যোগদান করেনি। তাকে দ্রুতই যোগদানের জন্য বলা হয়েছে। আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।