১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

সজিব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় পারভেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. হিরু (২৫) এবং একই এলাকার মানিকের ছেলে মো. নিশাদ (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৩ মার্চ শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় পূর্ব বিরোধের জেরে মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী পারভেজ (২১) ও তার বন্ধু আতিকুলের ওপর হামলা চালায় আসামিরা।

তারা ধারালো চাকু দিয়ে পারভেজের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তিনি আরও জানান গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মিরসরাইয়ে দুই স্কুল ছাত্রীকে উত্ত্যক্তকারীকে স্থানীয়দের গণপিটুনি

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। গণপিটুনির শিকার ব্যক্তির নাম কবির আহম্মদ (৪০)। তিনি

খোকসায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের গলায় রশি দিয়ে আত্মহত্যা

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামে মো: রবিউল আলম (৭০) নামের এক বৃদ্ধ গলায় নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধিঃ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর থানার মামলা নং-০৬ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২১, জিআর নং – ৪০/২১

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ)মোঃ রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও আওয়ামীপন্থীদের টাকার বিনিময়ে পুনর্বাসনস, প্রকাশ্যে ঘুষ বাণিজ্যসহ ব্যাপক

Scroll to Top