১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’
শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে।তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতে মুসলিমদের উপর নির্যাতনের পরিণতি শুভ হবেনা -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ ভারতে এবার হোলি উৎসব পালনকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শ্রীপুর পৌর বিএনপি সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খান ‘ এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মু. আমিনুল ইসলাম তারেক, শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের প্রতি

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ)

Scroll to Top