মোঃ জাহিদুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর স্কুলের পাশে দোকানের সামনে দোকান দেওয়াকে কেন্দ্র করে এক দোকানব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে মিরপুর ১৫ ওয়ার্ড বিএনপি যুবদল সভাপতি জুয়েলের ছেলে নীরব ও শাহীন ও বাবু মালা সহ অন্তত 70 _৮০ জন হামলা করে জানা যায় গতকাল শুক্রবার মিরপুর স্কুলের পাশে পিতা মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ সুজন শেখের দোকানের সামনে শাহীনের লোকজন অন্য দোকান দেয়, এতে সুজন নিষেধ করলে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে এলাকার লোকজন বাধা দিলে শাহীন চলে যায় এবং ঐদিন সন্ধ্যায় শাহীন তার লোকজন নিয়ে সুজনের বাড়ীর সামনে তার উপর অতর্কিত হামলা চালায়,বাড়ীর লোকজন টের পেয়ে সুজনকে বাচাতে আসলে এতে গুরুতর আহত হন সুজন, আইনাল হক ও ময়নাল শেখ।
সুজন বলেন,হঠাৎ আমার উপর ৭০-৮০ জনের এক সন্ত্রাসী বাহিনী হাতে রড,লাঠি,রামদা,চাকু বাশ ইত্যাদি নিয়ে আমার উপর হামলা করে, আমার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে কিন্ত তাদের অস্ত্রের আঘাতে আমার ভাই ময়নাল ও আয়নাল গুরুতর আহত হয়,আয়নালের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারনে তার মাথায় ৯ টি সেলায় এবং ময়নালের একটি হাতের আঙ্গুল প্রায় কর্তন হয়েছে।
এখন আমাদের ভয়ভীতি দেখাচ্ছে যেন আমরা মামলা না করি বা এই বিষয়ে কাওকে কিছু বলি। হামলাকারী কারা ছিলেন এই বিষয়ে সুজন বলেন, মৃত মৌয়োত ড্রাইভারের ছেলে শাহীন,শাহীনের বড় ভাই বাবু মালা ( প্রবাসী)
শাহীনের চাচা সৈয়দসহ তৈইব,হিরো,সজীব,অনিক,নিরব জলি,ঝন্টুসহ ৭০-৮০ জন। এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা বলেন,হালকা ধাক্কাধাক্কি হয়েছে তাছাড়া কিছু নয়। বিষয়টি এলাকার লোকজন মীমাংসা করবে। তারাই দ্বায়িত্ব নিয়েছে।