মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে “ইফতার প্রস্তুতি কমিটি” গঠন করা হয়েছে।
শনিবার (১৫মার্চ) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টাবৃন্দ এই কমিটি প্রকাশ করেন। এতে আহ্বায়ক করা হয়েছে সোলায়মান খান সাগরকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোজাম্মেল মামুন ডেনি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাইদুল হাসান মোঃ মনিরুজ্জামান মনির মোঃ আল আমিন ইসলাম অনিক, জুনায়েদ আহমেদ পাবেল, নাজমুল ইসলাম সাগর, আবু বকর, লাবনী শশী, শাহিন হোসেন, হাবিবুর রহমান, খালিদ হাসান, আকাশ আহমেদ ও মোরশেদুর রহমান লোচন। যারা ইফতার আয়োজনের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখবেন।