জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাটগাঁইয়াদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের প্রশংসা করলেন সাবেক বিএনপি যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। রোজ শনিবার (১৫ মার্চ) শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে জবির চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের ইফতারে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, ” ঢাকার মধ্যে জবিতে অধ্যায়নরত বীর চট্টলার এতো গুলো সূর্য সন্তানদের দেখে আমি বিস্মিত। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে এরকম মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। তারজন্য সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমন আহমেদকে আমার তরফ থেকে ধন্যবাদ।”
তিনি আরো জানান, “তোমাদের এরকম একটা প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসা, তাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করা, বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক ও সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করার মধ্যে দিয়ে সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধন তৈরি হয়। তোমাদের যেকোনো মানবিক ও বুদ্ধিবৃত্তিক প্রোগ্রামকে আমি স্বাগত জানায় এবং আমাকে সবসময় তোমরা পাশে পাবে।”
উক্ত ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী শহীদ কাদের, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাহফুজ রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, সহকারী প্রকোশলী,
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শফিউল আলম সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কে সিকান্দার কাদের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফায়সাল সিদ্দিকী।
এছাড়া আরো ছিলেন আক্তার হোসাইন,প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি, উপদেষ্টামন্ডলীর সদস্য – মোজাম্মেল হোসাইন, শাহাদাত হোসাইন রুবেল, মিনহাজুল আলম, সেতু নাথ , কামরুল ইসলাম প্রমুখ।