জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র উত্তর তেমুহনীর কালিবাজার রোড,হাইওয়ে রোড থেকে মেঘনা রোডের মাথা পর্যন্ত রাস্তাটির কাজ ধরা হয়েছে।
শুরু থেকে বেশ সুন্দর করে পুরাতন রাস্তা উপড়ে ফেলা হতে কাজটা খুব সুন্দরভাবে এগুয়েছে।
কিন্তু পিচ ডালাইয়ের জন্য যে কনাগুলো এনে রাস্তায় ফেলেছিল সেই কনাগুলো অত্যন্ত নিম্নমানের।
জনসাধারণ হাত দিয়ে ধরে দেখিয়েছে অনেক কনা চুলার মাটির মত হাত দিয়ে জোরে ঢ্লা দিলেই ভেংগে যায়।
এতেকরে জনসাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করেছে।
বিক্ষুব্ধ জনতার মধ্যে একজন বলেছেন,যারা রাস্তার কাজ করে তারা তো কাজ করে চলে যাবে কিন্তু ভুক্তভুগী হব আমরা জনসাধারণ। আমরা এই রাস্তা দয়ে হাটব আর দিনকে দিন আমরা অনেক কষ্ট পোহাতে হবে।
পরে বিক্ষুব্ধ জনতাগন ষ্টেশন মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। যার ফলে রাস্তায় কাজ আপতত বন্ধ রাখা হয়।
উল্লেখ্য এই রাস্তাটা পৌরসভা ২নং ওয়ার্ড,৩ নং ওয়ার্ড ও ১৪নং ওয়ার্ড সহ পার্শবর্তী এলাকার অনেকে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা। যার ফলে ভালোভাবে রাস্তার কাজ সম্পন্ন করার জন্য জনসাধারনের জোর দাবী প্রশাসনের নিকট।