জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগের দিনগুলোর চেয়ে সর্বক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য নাইমুর রহমান। রোজ রবিবার (১৬ মার্চ) নটরডেম কলেজের অডিটোরিয়ামে সোসাইটির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
সোসাইটির অন্যতম উপদেষ্টা নাইমুর রহমান বলেন, ” একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল একটা স্কুল, তারপর কালের পরিক্রমায় কলেজ। আজ জগন্নাথ একটি বিশ্ববিদ্যালয়ের নাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যাল কিন্তু আগের সেই জগন্নাথ আর নাই। সব সেক্টরে জগন্নাথ এগিয়ে যাচ্ছে। আমাদের কলেজেও এমনকি আমাদের নটরডেম ইউনিভার্সিটিতে শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্মরত আছে। একদম সব বড় বড় সেক্টরে জগন্নাথের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। এখনও মিস করি জবির ক্যাম্পাসের সেই দিনগুলোকে।”
তিনি আরো জানান, বিশ্বায়নের এই যুগে কানেক্টিভিটি খুব বেশি জরুরী। কমিউনিকেশন ছাড়া বিশ্বায়নের যুগে টিকে থাকা খুব চ্যালেঞ্জিং। আর এই উদ্দেশ্যেই নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির আবির্ভাব। এটা খুব ভালো একটা সংগঠন। কারণ এখানে নটরডেম ও জগন্নাথ দুটোই আছে।”
তিনি বক্তব্য শেষে সোসাইটির সকল সদস্যকে একত্রে উন্নতির পথে অগ্রসর হবার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, উক্ত ইফতারে উপদেষ্টামণ্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন ভুঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা ইয়াসিন আরাফাত, সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক তাইয়াবুর রহমান, এক্সিকিউটিভ সদস্য সালমান রাফি, জয়েন্ট সেক্রেটারি শাহবাজ খান সজিব, উন্নয়ন সেক্রেটারি ইসমাইল হোসাইনসহ আরো অনেকে।