১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে ভিজিএফ এর চাল পাবে সাড়ে ২৩ হাজার হতদরিদ্র

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর আওতায় ২৩ হাজার ৬৬৭ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ২৩৬.৬৭০ মেট্রিন টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

জনপ্রতি হত-দরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই। তবে কয়েকটি উপজেলায় ভিজিএফের চাল বিতরন শুরু করা হয়েছে বলে জানা গেছে । অন্যান্য উপজেলা ও পৌরসভা পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

মুন্সিগঞ্জের ৬টি উপজেলা ও ২টি পৌরসভার গরিব-দুস্থ পরিবারগুলো পাবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল। ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করা হবে।

সরকার প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) ভিজিএফের আওতায় সারা দেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়ে আসছে। এজন্য জেলা প্রশাসকদের বরাবরে ঈদের আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। গ্রামের গরিব, অসহায় পরিবারগুলো যাতে ঈদে কষ্টে না পড়ে সেজন্য এই বরাদ্দ দেয়া হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মুবিনুর রহমান জানান, হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি এসেছে। জেলার ৬টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভার ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরি করবেন। উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে, বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবে। এছাড়া অসচ্ছল প্রতিবন্ধী লোকজনকেও সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার, বিজ্ঞ আদালতে আসামি ডনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান কমলগঞ্জের শমসেরনগরের আলোচিত পূর্ণিমা রেলী(১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) অপর

ফিংড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ১৬ রমজান সোমবার ১৭ই মার্চ ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফিংড়ী

কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার কালুখালী   উপজেলার মাজবাড়ী   ইউনিয়নের সাবেক ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 

Scroll to Top