এম,এ,করিম ভু্ঁইয়া।পরশুরাম প্রতিনিধিঃ
সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তারেক হোসেন। ফেনী জেলার পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের বীর শমসেরগাজী দিঘির পাড়ে অবস্থিত সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব তারেক হোসেন। (১৪ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট এর কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মাওলানা রশিদ আহাম্মদ মুঠোফোনে জানান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো। এডহক কমিটিতে আছেন জনাব তারেক হোসেন সভাপতি, মাওলানা রশিদ আহামদ সদস্য সচিব,জনাব জুলফিকার আলী অভিভাবক সদস্য, মোহাম্মদ লোকমান হোসেন সাধারণ শিক্ষক সদস্য। জনাব তারেক হোসেন একজন ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।দীর্ঘদিন তিনি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিগত সরকারের সময় তারেক হোসেন বেশ কয়েকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। জনাব তারেক হোসেন মুঠোফোনে বলেন আমি সভাপতি নির্বাচিত হয়েছি ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো।