১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাত্র জনতার জুলাই বিপ্লবের শহীদ সেলিমের নবজাতক কন্যা সন্তানকে দেখতে ঝালকাঠিতে জামায়াত ইসলামের আমির ড. শফিকুর রহমান

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ছাত্র জনতার জুলাই বিপ্লবের নলছিটির শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা রোজা’কে দেখতে ঝালকাঠিতে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এসময় তিনি ওই নবজাতকের দেখভালসহ ভরনপোষণের সার্বিক দায়িত্ব জামায়াত ইসলামী গ্রহণ করবে বলে ঘোষণা দেন। সোমবার দুপুরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে এসে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সন্তানের সাথে স্বাক্ষাত করতে শহরের কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি মতিউর রহমান চুন্নুর বাড়ি ও শহিদ সেলিমের শশুর বাড়িতে যান ।

এসময় শহীদ সেলিম তালুকদারের কন্যা রোজাকে কোলে তুলে নিয়ে স্ত্রী সুমি আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। রোজার অভিবাবকদের সাথে কথা বলে তার পূর্ণনাম সাইমা সেলিম রোজা নির্ধারণ করেন। পরে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তারের হাতে নবজাতক রোজার জন্য উপহার তুলে দেন।

এর আগে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা.শফিকুর রহমান হেলিকপ্টার যোগে ঝালকাঠিতে পৌছান। তিনি ঝালকাঠি পৌর স্টেডিয়ামে হেলিকাপ্টার থেকে নেমে ঝালকাঠি প্রেসক্লাব মোড়ে জেলা জামায়াত ইসলামী আয়োজিত এক পথ সভায় যোগ দেন। জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারি সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসেন হেলাল, মিডিয়া ব্যক্তিত্ব ফয়জুল হক, জেলা নায়েবে আমীর এবিএম আমিনুল ইসলাম, বাকসুর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, শহীদ সেলিম তালুকদারে পিতা সুলতান হোসেন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য,সেলিম তালুকদার (২৮) বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হন তিনি। ৩১ জুলাই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২ আগস্ট সকালে জানাজা শেষে নলছিটির পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সেলিম তালুকদারকে।

সেলিমের স্ত্রী সুমী জানান, ওইদিন সকালে বাড্ডা লিংক রোডের কুমিল্লাপাড়ার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সেলিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হন।

গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার এক কন্যা সন্তান জন্ম দেন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননীকে (৪০) ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীকে জবাই করে

জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে স্কুল শিক্ষার্থীর অবস্থান

 আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধি: জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে এক স্কুল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা রাত ৮টায় শহরের মুক্তির মোড়

নীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক আবু বক্করের বাড়ি ভাঙচুর ও লুটপাট

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পলাশবাড়ী পাটুলিপাড়া এলাকায় ৭ বছরের শিশুর গ্রেফতারকৃত ধর্ষক আবু বক্করের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ধর্ষক আবু বক্করের বড়

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, হাত বোমা, পুলিশের টিয়ার শেল ও দেশীয় ধারালো অস্ত্র সহ অপরাধী গ্রেফতার

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ  ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (রবিবার): বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Scroll to Top