মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ছাত্র জনতার জুলাই বিপ্লবের নলছিটির শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা রোজা’কে দেখতে ঝালকাঠিতে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এসময় তিনি ওই নবজাতকের দেখভালসহ ভরনপোষণের সার্বিক দায়িত্ব জামায়াত ইসলামী গ্রহণ করবে বলে ঘোষণা দেন। সোমবার দুপুরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে এসে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সন্তানের সাথে স্বাক্ষাত করতে শহরের কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি মতিউর রহমান চুন্নুর বাড়ি ও শহিদ সেলিমের শশুর বাড়িতে যান ।
এসময় শহীদ সেলিম তালুকদারের কন্যা রোজাকে কোলে তুলে নিয়ে স্ত্রী সুমি আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। রোজার অভিবাবকদের সাথে কথা বলে তার পূর্ণনাম সাইমা সেলিম রোজা নির্ধারণ করেন। পরে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তারের হাতে নবজাতক রোজার জন্য উপহার তুলে দেন।
এর আগে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা.শফিকুর রহমান হেলিকপ্টার যোগে ঝালকাঠিতে পৌছান। তিনি ঝালকাঠি পৌর স্টেডিয়ামে হেলিকাপ্টার থেকে নেমে ঝালকাঠি প্রেসক্লাব মোড়ে জেলা জামায়াত ইসলামী আয়োজিত এক পথ সভায় যোগ দেন। জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারি সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসেন হেলাল, মিডিয়া ব্যক্তিত্ব ফয়জুল হক, জেলা নায়েবে আমীর এবিএম আমিনুল ইসলাম, বাকসুর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, শহীদ সেলিম তালুকদারে পিতা সুলতান হোসেন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য,সেলিম তালুকদার (২৮) বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হন তিনি। ৩১ জুলাই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২ আগস্ট সকালে জানাজা শেষে নলছিটির পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সেলিম তালুকদারকে।
সেলিমের স্ত্রী সুমী জানান, ওইদিন সকালে বাড্ডা লিংক রোডের কুমিল্লাপাড়ার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সেলিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হন।
গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার এক কন্যা সন্তান জন্ম দেন