১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুইটার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ওই ধানক্ষেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হন।

তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিঠুন (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৭ মার্চ) দুপুরে

তজুমদ্দিনের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী নিহত

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা

দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন আজ

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবেশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম ‘যমুনা রেল সেতু’ আজ মঙ্গলবার (১৮ মার্চ) উদ্বোধন করা হবে। এর

Scroll to Top