১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু ২৫ মার্চ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ হতে ৫ এপ্রিল পর্যন্ত সর্বমোট ১১ দিন সকল ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ মার্চ তারিখ হতে ৫ এপ্রিল তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। হেলথ এন্ড স্যানিটেশন রুলের ১১ নং ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জরুরী কাজের জন্য আগামী ৩ এপ্রিল সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব খামার, কৃষিতত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু রাখতে হবে। তবে নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরী কাজের জন্য বন্ধের দিনেও নিয়োজিত রাখা যাবে। বিভিন্ন অফিস/বিভাগ/শাখা এবং খামারে নিয়োজিত শ্রমিক/কর্মচারীগণকে সংশ্লিষ্ট অফিস/বিভাগ/শাখা প্রধান-এর পূর্বানুমতি নিয়ে পর্যায়ক্রমে (By Rotation) ছুটি ভোগ করতে হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির শিক্ষার্থীকে বাসে হেনস্থা, শিক্ষার্থীদের ৪ দাবিতে ভিক্টর ক্লাসিক মালিকপক্ষের স্বাক্ষর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী রাজধানীতে চলাচলকারী ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন। সোমবার (১৭ মার্চ) এই ঘটনাটি ঘটে। জানা যায়,

পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন (ভিএসএ) এর দায়িত্বে তন্ময় এবং অর্জুন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত

ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল, সম্পাদক সাব্বির

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল হাদীস

বাকৃবিতে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ

Scroll to Top