১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন (ভিএসএ) এর দায়িত্বে তন্ময় এবং অর্জুন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১৭ই মার্চ) পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অনুষদীয় অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ভিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় এবং জিএস হিসেবে অর্জুন দাস।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, নির্বাচন কমিশনার প্রফেসর ড. আলী আজগর এবং প্রফেসর ড. মোঃ সেলিম আহমেদ স্বাক্ষরিত কমিটিতে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. আলী আজগরসহ ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

নবগঠিত কমিটির জিএস অর্জুন দাস বলেন, “আমাদের সকলের উচিত ভিএসএ-এর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং একে অপরের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়া। আমি আশা করি, ভেটেরিনারি সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে ভিএসএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশার স্বার্থে ভিএসএ ও পবিপ্রবি সবসময় কাজ করে এসেছে এবং সামনেও কাজ করে যাবে।”

নবগঠিত কমিটির ভিপি মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, “ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ডিভিএম শিক্ষার্থীদের জন্য একটি ছাতাস্বরূপ। নতুন কমিটির ভিপি হিসেবে আমি চাইবো সবাই এই ছাতার নিচে পেশার স্বার্থে একসাথে কাজ করি। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে যোগ্য মনে করে এই পদে মনোনীত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির শিক্ষার্থীকে বাসে হেনস্থা, শিক্ষার্থীদের ৪ দাবিতে ভিক্টর ক্লাসিক মালিকপক্ষের স্বাক্ষর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী রাজধানীতে চলাচলকারী ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন। সোমবার (১৭ মার্চ) এই ঘটনাটি ঘটে। জানা যায়,

ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল, সম্পাদক সাব্বির

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল হাদীস

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু ২৫ মার্চ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ হতে

বাকৃবিতে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ

Scroll to Top