১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা ঊষার আলো ফাউন্ডেশন

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন, তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ নামে গরীবদের হয়রানি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিলায় ২নং বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণের নামে গরিব-দুঃখীদের হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায় ২ নং বালাপাড়া ইউনিয়নে

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায়

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৮ মার্চ ) বিকাল ৪ টার সময় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-

মিরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় স্কুল শিক্ষিকা নিহত, শিক্ষার্থী সহ আহত-২, চালক আটক

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া মাজার গেটে কাভার্ডভ্যানের ধাক্কায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় কলেজ শিক্ষার্থী

Scroll to Top