১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকার মোঃ মসলেম সরদারের ছেলে মোঃ আকাশ সরদার (১৯), বড় চর বেনী নগরের ইউনুচ সরদারের ছেলে মোঃ মিনহাজুল সরদার (২০) ও চর নারায়নপুরের মোঃ আজাহার মাস্টারের ছেলে মোঃ আতাহার (২৬)।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মৌসুমীর বাড়ির সামনে গলির রাস্তা থেকে মোঃ আকাশ সরদার, মোঃ মিনহাজুল সরদার ও মোঃ আতাহারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শীর্ষ রাজনীতিবিদ, কুটনীতিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার: যারা এতদিন নীপিড়িত ছিল তাদের অনৈক‍্য ও সংঘাতে ফ‍্যাসিবাদের পুনরুত্থান ঘটলে তা হবে দূ:খজনক — এবি পার্টি

  প্রেস বিজ্ঞপ্তি শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিদেশি কুটনীতিক, সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে আয়োজিত আজ এক ইফতার মাহফিলে এবি পার্টির

বৃদ্ধাশ্রমের চার বদ্ধ ঘরে আধপেট খেয়ে রোজা রাখছেন ৩০ অসহায় মা

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ‘গরিব মানুষ, ট্যাকা পয়সা না থাকলেও খুব আদর করেই ছেলে মানুষ করছিলাম। বড় হওয়ার পর সেই ছাওয়ালের কাছেই এখন বোঝা

সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সিনেটর Mr. Gary Peters এর সৌজন্য সাক্ষাৎ

মোঃ সাজেল রানা: আজ, ১৮ মার্চ ২০২৫ তারিখে ঢাকার সেনাসদরে যুক্তরাষ্ট্রের সিনেটর Mr. Gary Peters এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডিমলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ ডিমলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা গোকুল চন্দ্র রায় কর্তৃক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতার ৬৮ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।এরপর

Scroll to Top