১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জবি সাংবাদিক সমিতির সেহরি উৎসব

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

সেহরি উৎসবে একত্র হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকল সদস্য। রোজ মঙ্গলবার(১৮ মার্চ) দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অবকাশ ভবনের তিন তলায় জবিসাসের কক্ষে এই উৎসবটি পালন করা হয়।

উক্ত সেহরিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি তাকরিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মাহতাব লিমন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহা: জুনায়েত শেখ, অর্থ সম্পাদক নূর আলম, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকেরুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন মোশফিকুর রহমান ইমন ও আব্দুল্লাহ আল মামুন। ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, সোহান ফারাজি, নাইমুর রহমান, মোহন খন্দকারসহ আরো অনেকে।

জানা যায়, একত্রে সেহরি করার উদ্দেশ্যে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার সময় সমিতির সদস্যবৃন্দ ক্যাম্পাসে চলে আসেন এবং সমিতির কক্ষে সবাই একত্র হন। সমিতির সভাপতি ইমরান গজল পরিবেশন করেন। এছাড়া বিশেষ অতিথি তাকরিম ইসলামিক সঙ্গিত পরিবেশন করেন এবং সেই সঙ্গিতের তালে তাল মিলিয়ে বাকি সদস্যবৃন্দ সেই সঙ্গিতের অংশ হয়ে ওঠেন। সেহরির পূর্বে সবাই একত্রে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গ্রুপ ফটো তোলেন।

উল্লেখ্য, “শিক্ষা, সততা ও সাহসীকতা” শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এগিয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং প্রতি বছরই সদস্যদেরকে একতার বন্ধনে আবদ্ধ রাখার উদ্দেশ্যে বিভিন্ন ইভেন্ট, ইফতার মাহফিল, সেহরি পার্টির আয়োজন করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহী কলেজে একই দিনে ছাত্রশিবির ও ছাত্রদলের ইফতার মাহফিল

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কলেজে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল। একই দিনে পৃথকভাবে ইফতার আয়োজন করেছে রাজশাহী কলেজ

সিঙ্গেল সিটের দাবিতে বাকৃবির সুলতানা রাজিয়া হলের ছাত্রীদের বিক্ষোভ

আরাফাত হোসেন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনের দাবিতে থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং বিক্ষোভ করেছেন।

শেখ পরিবার স্মরণে নামকরণকৃত স্থাপনাগুলোকে নতুন পরিচয় দিল নজরুল বিশ্ববিদ্যালয়

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে সর্বাধিক পরিচিত বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর নামকরণ বাতিল করল নজরুল বিশ্ববিদ্যালয়। নতুন নামকরণের মাধ্যমে দেওয়া হলো

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে রমজানের ফজিলত বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা 

আরাফাত হোসাইন,  বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজান মাসের ফজিলত ও গুরুত্ব” বিষয়ে লিখিত প্রতিযোগিতার আয়োজন করা

Scroll to Top