১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

মরু অঞ্চলের ফল চাষ হচ্ছে সিরাজগঞ্জে

সোহাগ হোসেন,তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ

মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম। বাংলাদেশে আগে থেকেই বিদেশি এই ফলের আবাদ হলেও সিরাজগঞ্জের তাড়াশে এই প্রথম বাণিজ্যিকভাবে সাম্মাম চাষ করেছেন কামরুল ইসলাম (৩৬) নামে এক কৃষক। তিনি উপজেলার সগুনা গ্রামের বাসিন্দা।

সাম্মাম গ্রীষ্মকালীন ফল হলেও দাম ভালো পাওয়ার জন্য আগাম চাষ শুরু করেছেন কামরুল ইসলাম। প্রথম পর্যায়ে ১৫ কাটা জমিতে চাষ শুরু করছেন তিনি। ছোট কুমড়ার আকারের সাম্মাম ফলের ভেতরটা দেখতে ও খেতে বাঙ্গির মতো। আমাদের দেশে ফলটি সাম্মাম হিসেবে পরিচিতি পেলেও, অনেকে এটাকে রকমেলন বা হানিডিউ মেলন নামে চেনেন। আগে দেশে এর খুব একটা চাষ হয়নি। বর্তমানে অনেক কৃষক বিদেশি এই ফল চাষে আগ্রহী হচ্ছেন।

সগুনা গ্রামে কামরুল ইসলাম সাম্মাম ফল চাষ করেছে। সম্প্রতি সেখানে সরেজমিনে দেখা যায়, সাম্মামগাছে ঝুলছে গোলাকৃতির ফল। প্রায় প্রতিটি গাছে দুই থেকে তিনটি করে ফল ধরেছে। তিনি নিজের খেতে সবজি চাষে পাশাপাশি সাম্মামও চাষ করেছেন।

মরুভূমির ফল চাষের বিষয়ে কামরুল ইসলাম জানান, ‘সবজির পাশাপাশি নতুন কিছু একটা চাষ করার জন্য খুঁজছিলাম। ইউটিউব ঘেঁটে সাম্মাম সম্পর্কে জানতে পারি। বিষয়টি নিয়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলি। ঢাকার পরিচিত সবজি ও ফল আমদানি–রপ্তানিকারক এক ব্যবসায়ী সাম্মাম চাষে উৎসাহ দেন। ওই ব্যবসায়ী ইন্দোনেশিয়া থেকে জাম্বু জাতের সাম্মাম ফলের বীজ সংগ্রহ করে দেন।

কামরুল ইসলাম আরও জানান, চারা রোপণের দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল পাকা শুরু হয়। প্রতিটি গাছে দুই-তিনটি করে ফল ধরেছে। প্রতিটি ফল দুই থেকে আড়াই কেজি ওজনের হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বেলে বা বেলে দোআঁশ মাটিতে সাম্মাম চাষ করলে ভালো ফলন হবে। এই ফলের চাষ করে লোকসানের আশঙ্কা নেই। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে কৃষি অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বালিয়াকান্দিতে ২২জন অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্যে উন্নয়নে বিনামূল্যে ২টি করে বকরী ছাগল প্রদান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২২জন অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্যে উন্নয়নে বিনামূল্যে ২টি করে বকরী ছাগল প্রদান করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে সমন্বিত

শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: মটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে বগুড়া

ডোমারে ভেজাল তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণের ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ভেজাল তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার

খোকসায় একই সময় দুটি সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন

মোঃ নুর আলম পাপ্পু , খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন স্কুল শিক্ষার্থী এবং

Scroll to Top