মোঃ নুর আলম পাপ্পু , খোকসা কুষ্টিয়াঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা উপজেলা কমিটির সিনিয়র সদস্য সচিব মোঃ বিপ্লব পদত্যাগ করেছেন। আজ সকাল ১১টার দিকে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।
বিপ্লব জানান, খোকসা উপজেলা কমিটি ঘোষণার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়। ঘোষিত ১৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশ সদস্যই এ সম্পর্কে অবগত ছিলেন না এবং তা প্রত্যাখ্যান করেছিলেন। জেলা কমিটির আশ্বাসে তারা তখন পদত্যাগ থেকে বিরত থাকলেও পরবর্তীতে আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।
বিপ্লব তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, সংগঠনের প্রতি সম্মান ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অনুরোধ করেন, জুলাই বিপ্লবে আহতদের তালিকা যেন স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হয় এবং প্রকৃত আন্দোলনকারীদের স্বীকৃতি দেওয়া হয়।
বিপ্লব বলেন, “আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। যারা সংগঠনকে কলুষিত করেছে, তারা অবশ্যই তাদের কর্মফল ভোগ করবে।” তিনি ভবিষ্যতে যে কোনো ন্যায্য আন্দোলনে সহযোদ্ধাদের পাশে থাকার আশ্বাস দেন।