আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে এহইয়াউসসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং ইসলামি চিন্তাবিদ, সমাজসেবক আল্লামা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর তত্ত্বাবধানে হেফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দীক (রা.) আল ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতায় ১৮টি প্রতিষ্ঠান থেকে ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩০, ২০, ১০, ৫ ও ২৮-৩০ পারার গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৩০ পারা গ্রুপে প্রথম হন দাঁতমারা উত্তর বারোমাসিয়া মাদ্রাসার হাফেজ মাহমুদ বিন মাওলানা মহিবুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেন হারুয়ালছড়ি হাবিবুল উলুম মাদ্রাসার মো. সাখাওয়াত বিন শহীদ উল আলম। তৃতীয় স্থান লাভ করেন পুরান রামগড় ইসলামিয়া আজিজিয়া মাদ্রাসার মাহমুদুর রহমান বিন মাওলানা হাবিবুর রহমান।
২০ পারা গ্রুপে প্রথম হন দারুল করিম মাদ্রাসার হাফেজ আহমদ বিন মাওলানা ইদ্রিস। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে হাফেজ শাহেদ বিন শাহজাহান (জামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসা) ও মোহাম্মদ মনসুর বিন এনামুল হক (জামিয়া ইসলামিয়া ভূজপুর কাজিরহাট মাদ্রাসা)।
১০ পারা গ্রুপে সেরা হন মোহাম্মদ ফাতিন ইস্তিরাক বিন আরেফুর রহমান (পুরান রামগড় ইসলামিয়া আজিজিয়া মাদ্রাসা)। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন মোহাম্মদ জুনায়েদ বিন কামাল মিস্ত্রি (মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা) ও মো. আব্দুল আজিজ বিন আখতার হোসেন (সন্দীপনগর মোহাম্মাদিয়া বড় মাদ্রাসা, মির্জারহাট)।
৫ পারা গ্রুপে বিজয়ী হন দারুত তাকওয়া মাদ্রাসার আদিলুর রহমান। দ্বিতীয় হন মোহাম্মদ হাসান (দারুন নাজাত হিফজুল কোরআন মাদ্রাসা) এবং তৃতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক (দারুল করিম মাদ্রাসা কমপ্লেক্স, কাজিরহাট)।
২৮-৩০ পারা গ্রুপে শীর্ষস্থান অর্জন করেন দারুল করিম মাদ্রাসার মো. রায়হান। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন মোহাম্মদ জাহেদ বিন জাফর আহমদ (জামিয়া আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসা) ও মো. রাহাত (ইসলামিক সেন্টার মাদ্রাসা, ভূজপুর)।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। পাশাপাশি, যারা পবিত্র রমজানে নাহু ও সরফ কোর্সে অংশগ্রহণ করেছিলেন, তাদেরও পুরস্কৃত করা হয়।
সবশেষে বিশেষ দোয়া ও এলাকাবাসীর জন্য ইফতার মাহফিলের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।