খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৯মার্চ বুধবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনশীল পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি সরাইল (এসি ল্যান্ড) মহোদয়। এসময় গণউপদ্রব সৃষ্টির দায়ে একজনকে ১০০০/- টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
উপস্থিত কয়েকজন সাধারণ ভোক্তা এ প্রতিবেদককে জানান রমজানের শুরু থেকেই সরাইলে এসি ল্যান্ড মহোদয় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। রমজানের পরেও বাজার নিয়ন্ত্রণে উনার এমন অভিযান অব্যাহত থাকবে বলে সাধারণ ভোক্তারা আশা করে।