মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া:
খোকসা পৌরসভা, চরপাড়া (৩ নং ওয়ার্ড) আজ বিকেল ৪ টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ড টি ঘটে স্থানীয় সাংবাদিক মোঃ সবুজ আলীর নিজ বাড়িতে।
জানা গেছে, গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজের কারণে হঠাৎ আগুন লেগে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাংবাদিক মোঃ সবুজ আলী স্থানীয় ‘দি দ্রোহ’ পত্রিকায় কাজ করেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ ঘটনার বিবরণ তুলে ধরেন এবং গ্যাস ব্যবহারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।