আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ছাত্র পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার (তুষার)।
সোমবার (১৭ মার্চ) তিনি এই দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে অধ্যাপক ড. মোঃ এমদাদুল হকের স্থলাভিষিক্ত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব নেয়ার পর ড. মোহাম্মদ সামিউল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়ণমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
একাধারে শিক্ষক, গবেষক, সমসাময়িক প্রবন্ধ লেখক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার শিক্ষা ও গবেষণার পাশাপাশি ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সেমিনার বিষয়ক সম্পাদক, সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক,এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যুগ্মসম্পাদক, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. সামিউল বগুড়া জেলার ধুনট উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী ড. নাহিদ আরজুমান বানু ৩৩তম বিসিএস (প্রাণী সম্পদ) কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।