আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার একাধিক ছাত্রকে বলৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে দুপুরে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে থানায় এক ছাত্রের মা মামলা করেন।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, দীর্ঘ কয়েক বছর ধরে ওই শিক্ষক মাদ্রাসার ছাত্রদের কৌসলে বলৎকার করার চেষ্টা করে আসছিলো। কিন্তু ভয়ে ছাত্ররা প্রকাশ করে নাই। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে গতবাল রাতে আটক করে কালুখালী থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে।