আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার শৈলগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে শৈলগাছী ফুটবল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলিম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
এবারের ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য ছিল, “যে ব্যক্তি রোজা পালনকালে মিথ্যা কথা ও খারাপ আচরণ পরিহার করলো না, তার পানাহারের পরিহারে আল্লাহর কোনো প্রয়োজন নেই।” এই বাণীটি মাহফিলজুড়ে মানুষের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আত্মশুদ্ধির বার্তা পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সাদাত মো. সায়েম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা।
তিনি তাঁর বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মসংযম এবং সমাজে নৈতিক ও মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রমজান কেবল উপবাসের মাস নয়, বরং আত্মশুদ্ধির ও নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ।
আমাদের জীবনে মিথ্যা, প্রতারণা এবং খারাপ আচরণকে বর্জন করতে হবে। যারা রোজা রেখে মিথ্যা ও অন্যায় কাজ থেকে বিরত থাকেন না, তাদের রোজার উদ্দেশ্য পূর্ণ হয় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মনায়েম হোসাইন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ সদর।
তিনি বলেন, “ইসলাম আমাদের যে নৈতিক শিক্ষার কথা বলে, তা শুধু ব্যক্তি জীবনের জন্য নয় বরং সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্যও অপরিহার্য। এক মাসের রমজান আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, সংযম এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। এই শিক্ষা সারা বছর আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”
শৈলগাছী ইউনিয়ন জামায়াতের আমির মো. আল মামুন (হিরা) তার বক্তব্যে আয়োজনের পেছনের উদ্দেশ্য এবং ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ইফতার কেবল খাবারের আয়োজন নয়; এটি ইসলামের ভ্রাতৃত্ববোধের পরিচয়। এখানে ধনী-গরিব সবাই একত্রে বসে ইফতার করে, পারস্পরিক সম্পর্ক মজবুত হয় এবং ইসলামের শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. হাসান মতিউর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শৈলগাছী ইউনিয়ন।
অনুষ্ঠানস্থল ছিল সাজানো ও সুশৃঙ্খল। আগত অতিথিদের জন্য বসার ব্যবস্থা, ইফতার পরিবেশন ও নিরাপত্তার দিকটি ছিল অত্যন্ত মনোযোগের সাথে দেখা। আয়োজন শেষে দোয়া পরিচালনা করা হয়। দোয়া-মুনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।