লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ
“সমবায় অথায়নে একবিশ্ব গড়ি” – ঈশ্বরদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৪ তম বার্ষিক সাধারণ সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়। আজ বিকেল পাঁচটায় ঈশ্বরদী বাস টার্মিনালে অফিস কার্যালয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওয়াজেদ আলী খাঁন, ডিরেক্টর, রাজশাহী বরেন্দ্র চলন ‘খ’ অঞ্চল, (কালব) লি:।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আকন্দ রাব্বেউল্লাহ মানিক, উপজেলা সমবায় অফিসার, ঈশ্বরদী, পাবনা। জনাব এস এম ইদ্রিস, জেলা ব্যবস্থাপক, কাল্ব লিঃ, পাবনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, ঈশ্বরদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। অনুষ্ঠানটির সহযোগীতায় ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড।