মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সাবেক ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) নারয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে নারুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃসামছুল আলম চুন্নু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ রয়েল হোসেন, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংবাদিক সম্মেলন আবুল কালাম আজাদ বকুল প্রমুখ।
মৃগী, বোয়ালীয়া, রতনদিয়া, বালিয়াকান্দি, জঙ্গল ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে স্বাগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়, আপোষহীন নেত্রী, বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আগামীর দেশনায়ক তারেক রহমানের দ্রুত দেশে আগমন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, মুফতি নাইমুল রহমান সিদ্দিকী।