মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা ৬ নং শিমুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুভাষচন্দ্র রায় ও গুলমুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে বিজিএফ এর চাল চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার এই দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দাগণ সিলিপ পেলেও চাল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে দুই ইউনিয়নের চেয়ারম্যান এর বিরুদ্ধে এ অভিযোগ তুলে চেয়ারম্যানদ্বয়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন।
৬ নং শিমুলবাড়ি ইউনিয়নের স্থানীয় জনতার অভিযোগে জানা যায়,গত ১৭ ও ১৮ তারিখ ভিজিএফ-এর চাল বিতরণকাল অনেক কার্ড ধারি ভুক্তভোগীরা সিলিপ নিয়ে পরিষদে গিয়ে, চাল না পেয়ে পরিষদ থেকে খালি হাতে ফেরত আসেন। তারা অভিযোগ করে বলেন,সিলিপ অনুসারে চাল বিতরন না করে, সিলিপের চাল বিক্রি করে দেয়। এ বিষয়ে তারা সকলেই একমত হয়ে শিমুলবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুশান্ত রায়ের বিরুদ্ধে চাল চুরির অপরাধে মানববন্ধন করে, তার পদত্যাগ দাবি করেন।
অপর দিকে একই ঘটনা ঘটেছে গুলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীদের অভিযোগ সিলিপ আছে চাল নাই, সিলিপের চাল গেল কোথায়? এ বিষয়ে গুরমুন্ডা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি, কোন কথা না বলে তড়িঘড়ি করে মোটরসাইকেল উঠে চলে যান। এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।