২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করে। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, “সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনি বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।”

সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এই কাজকে অমূল্য হিসেবে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে, সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি।”প্রধান উপদেষ্টা আরো জানান, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য হওয়ায় বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১৯ সাবেক মন্ত্রী-উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আরও ১৬ জনকে

‘অবৈধভাবে এক টাকাও নিলে রাজনীতি ছেড়ে দেব’ — চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধ জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে

টঙ্গীতে আপন ভাই-বোন জোড়া খুন: সন্দেহভাজন হিসেবে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গীতে আপন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের মাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলাটি দায়ের করা হয় ১৯ এপ্রিল

Scroll to Top