তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার মধ্যরাতে সদরের সিপাহিপাড়া ও মিরকাদিম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তথ্যটি নিশ্চিত করে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল ৭ টা পর্যন্ত মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩ টি জাল তৈরির কারখানা, ০২ টি গোডাউন ও ০১ টি আয়রন মিল তল্লাশি করে ৪,৯৫,০০,০০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০,০০০ পিচ সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩,৪৯,০০,০০০/০০ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।