মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (মঙ্গলবার): আজ (২৫ মার্চ ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি আমন্ত্রিত অতিথিগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাগণকে জাতির গর্ব হিসেবে অভিহিত করেন এবং তরুণ সমাজের ভূমিকার প্রশংসা করেন, যারা ন্যায় সংগত দাবী আদায়ে অনুপ্রেরণা জুগিয়েছিল।
তিনি বলেন, “এই আন্দোলন শুধু সমাজের জন্য একটি ইতিহাস রচনা করেছে, বরং এটি আমাদের জাতির স্বাধীনতার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে।” তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই যোদ্ধাগণের স্বপ্ন পূরণের জন্য তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে অবিরত কাজ করে যাবে।সেনাপ্রধান তাঁর বক্তব্যে জাতিকে আরও একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে কাজ করলে আমরা এই দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছাতে সক্ষম হবো।”
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধাগণের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানানো হয়।
এই ধরনের আয়োজন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ইতিহাসে অন্যতম শ্রদ্ধার্ঘ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত থাকবে, যা জাতির সংগ্রামের প্রতি সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি এবং ভালোবাসার প্রকাশ।