ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রতি মাসের মতো রমজান মাসেও পাঠচক্রের আয়োজন করেছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে অনলাইনে এই পাঠচক্রের আয়োজন করা হয়।
এই অনলাইন পাঠচক্রে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাবিবুল্লাহ বাহার। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহান ফরাজী, কার্যনিবাহী সদস্য মায়িশা ফাহমিদা ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোছা: হ্যাপি। এছাড়া অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জবি শাখার অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।
জানা যায়, এই পাঠচক্রে আলোচনার জন্য লেখক খুররাম মুরাদের ‘খোশ আমদেদ মাহে রমজান’ বইটি নির্বাচন করা হয়েছে। হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় পাঠচক্রে এই বইটি নিয়ে সদস্যরা একে অপরের মাঝে মতবিনিময় করেন।
উল্লেখ্য, নিয়মিত প্রতি মাসে যেকোনো ১ দিন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল শাখায় পাঠচক্রের আয়োজন করা হয়। অন্যান্য শাখার মতোই জবি শাখায়ও এই পাঠচক্র আয়োজন করা হয় নিয়মিত। সদস্যদের মাঝে বই পড়ার আগ্রহকে জাগিয়ে তোলার জন্য এবং বই পড়ার মধ্য দিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন ও লেখনীর ধারাকে অব্যাহত রাখাই এই সকল পাঠচক্রের উদ্দেশ্য।