মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, মুরাদনগর প্রতিনিধি:
মুরাদনগর কোম্পানিগন্জে গত দুদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার আপন চাচাতো ভাই এডভোকেট ওবায়দুল হক এবং সিএনজি স্টেশনের লাইনম্যান আবুল কালামের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ।
একপর্যায়ে এডভোকেট ওবায়দুল হক মুরাদনগর থানা পুলিশকে ডেকে কালামকে থানায় দিয়ে দেন । এরপর পরেই কোম্পানিগঞ্জের শ্রমিক কালামের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের একটি অংশ থানায় ছুটে আসে কালামকে ছাড়িয়ে নেওয়ার জন্য । কিন্তুু কালামকে পুলিশ ছেড়ে না দিতে চাইলে উৎসুক জনতা ও শ্রমিকরা থানার সামনে আন্দোলন করে । এই ঘটনাকে কেন্দ্র করে ২ টি মামলা হয় বিএনপির নেতা কর্মী ও কয়েকজন শ্রমিককে সহ অজ্ঞাত নাম সহ ২২২ জনকে আসামি করা হয়েছে ।
বিএনপির নেতা কর্মী ও শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে মুরাদনগর বাজার ও রামচন্দ্রপুর বাজরে শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে ।