১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নববর্ষে জবি ক্যাম্পাসে হবে বৈশাখী মেলা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারে জাঁকজমকভাবে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। বৃহঃষ্পতিবার(২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় স্টল বা দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে শিক্ষার্থীদেরকেও বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এতে অন্যান্য ছাত্র প্রতিনিধিরা একাত্মতা পোষণ করেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাকৃবি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ কৃষি গুচ্ছভূক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত

‘স্পিক টু লিড’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাব আয়োজিত ‘স্পিক টু লিড’ অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল)

ময়লা সরাতে জবি প্রশাসনের অবহেলা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমে থাকা ময়লা সরাতে অবহেলা করছে প্রশাসন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের মুক্ত মঞ্চের

নববর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: ক’দিন বাদেই নববর্ষ। তাই এই নতুন বছর অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করার জন্য আগামী ১৪ এপ্রিল বৈশাখী মেলা আয়োজনের

Scroll to Top