ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত ‘স্পিক টু লিড’ নামক ভিডিও বক্তব্য প্রতিযোগিতার ১ম রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকালে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেইজে ( ‘Jnu Finance Club’) ১ম রাউন্ডের ফলাফলে প্রথম ১৫ জন চূড়ান্তদের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন- মশিউর রহমান(ফিন্যান্স), মেহবুবা মাওলা(ফিন্যান্স), আবরার হক (ফিন্যান্স), অম্রিতা অপু(জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি), সাবিহা তাবাসসুম(ফিন্যান্স), আতিয়া তাহিরা ইতুমনি(শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট), পার্থ সাহা (ফিন্যান্স), আমিন মোল্লা (ফিন্যান্স), আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং), মাহফুজুর রহমান নাহিদ(কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), শতাব্দী সরকার (মাইক্রোবায়োলজি), কাজী ফয়সাল হোসাইন(ফিন্যান্স), মেহরিন আবাবিল(ফিন্যান্স), জুতি সিদ্দিক(জুলজি), সামসুন নাহার রিয়া(ফিন্যান্স)।
জানা যায়, এই চূড়ান্তদের মধ্য থেকে পরবর্তীতে ১ম, ২য় ও ৩য় বিজয়ী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে উক্ত ভিডিও বক্তব্য প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। এতে জবির ৮৪ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।