২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

জবির LNS কর্তৃক আয়োজিত রামাদান কনটেস্টের সমাপ্তি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

“অনানুষ্ঠানিকভাবে ডিসেম্বরের ৬, ২০২৪ তারিখ লাস্ট নাইট স্কলার্স (এল এন এস) এর যাত্রা শুরু হয় ১৮ জন্য সদস্য নিয়ে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট নাইট স্কলার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রায় দীর্ঘ ১৯ দিনের রামাদান কনটেস্ট-২০২৫ শেষ হয়েছে আজ। রবিবার(৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় উক্ত কমিউনিটির অফিসিয়াল পেইজে কনটেস্টটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কনটেস্টে অংশগ্রহণ করেন জবির প্রায় ৫০ এর অধিক শিক্ষার্থী। এছাড়া সদস্য প্যানেলের মধ্য থেকে অংশগ্রহণ করেন ফিন্যান্স বিভাগের ইসরাত জাহান মুনা, পরিসংখ্যান বিভাগের সাব্বির, সিএসই বিভাগের নাহিদ ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাবরুর বিন মাসুদ।

অফিসিয়াল পেইজের ০৯ মার্চের এক ভিডিও বার্তা থেকে জানা যায়, লাস্ট নাইট স্কলার্স কর্তৃক প্রথমবারের মতো রামাদান কনটেস্ট ইভেন্ট আয়োজিত হতে যাচ্ছে। ১০ মার্চে ইভেন্টটি শুরু হয়। ইভেন্টটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়।

আরো জানা যায়, বিজয়ী নির্ধারণ করা হবে ৭০% ট্যালেন্ট এবং ৩০% রিয়েক্ট ও কমেন্টের ভিত্তিতে মার্কিং করার মাধ্যমে। পুরস্কার হিসেবে থাকছে সার্টিফিকেট, ক্রেস্ট, টিশার্ট এবং আকর্ষণীয় উপহার।

অফিসিয়াল পেইজে নোটিশের মাধ্যমে জানানো হয়, এই প্রতিযোগিতার ফলাফল ঈদের পরে প্রকাশিত হবে। ফলাফল কত তারিখ প্রকাশিত হবে তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, অনানুষ্ঠানিকভাবে ডিসেম্বরের ৬, ২০২৪ তারিখ লাস্ট নাইট স্কলার্স (এল এন এস) এর যাত্রা শুরু হয় ১৮ জন্য সদস্য নিয়ে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ আনুষ্ঠানিকভানে কমিটি ঘোষণা করা হয়।

লাস্ট নাইট স্কলার্স পরিপূর্ণ শিক্ষার্থী বান্ধব একটি কমিউনিটি। সেই সাথে এটি একটি সহযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ ভার্চুয়াল স্পেস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শিক্ষার্থীরা একে অপরের পাশে থেকে একাডেমিক ও অন্যান্য ক্ষেত্রে উন্নতি করতে পারে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট নাইট স্কলার্স পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে থাকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top