মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা থানাধীন মোড়াগাছা গ্রামে পারিবারিক কলহের জেরে এক তরুণী ঘুমের ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী ১৮ বছর বয়সী এক গৃহবধূ ৩১ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ :০০ ঘটিকায় নিজ শয়নকক্ষে পরিবারের অজান্তে ঘুমের ঔষধ সেবন করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।
বর্তমানে ওই তরুণীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পারিবারিক কলহের কারণ এবং তার মানসিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা যায়।