৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বিএনপি পৌর মেয়র সহ ১৪ জন গ্রেপ্তার

সৈয়দ , মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দোকানের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া (মধু) ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আনার মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ৩৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মহসিন মিয়াসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে শহরের গদার বাজার এলাকায় অটোরিকশা রাখা নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর দুই পক্ষের হয়ে লড়াই করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শহরে জড়ো হন সমর্থকেরা। একপর্যায়ে দুই পক্ষ মারমুখী অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় শহরের বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন আটকা পড়েন। পরে দিবাগত রাত তিনটার সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শহরের গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মিয়ার ‘বিনা লাভের বাজার’ নামে একটি স্টল আছে। ওই স্টলের সামনে টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) রাখা নিয়ে মহসিন মিয়ার সঙ্গে টমটম চালকদের বাগ্‌বিতণ্ডা হয়। চালকদের পক্ষে মহসিন মিয়ার সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান শ্রীমঙ্গল ইউপির সাবেক সদস্য আনার মিয়া। এ খবর টমটম চালকদের এলাকা পশ্চিম ভাড়াউড়া গ্রামে পৌঁছালে ৪০০ থেকে ৫০০ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে শহরে আসেন। অপর পক্ষে মহসিন মিয়ার লোকজনও শহরে জড়ো হন। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতাল সূত্রে উভয় পক্ষের অন্তত ৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে উপজেলার সবুজবাগ এলাকার জয় চৌধুরী নামের একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক ব্যবসায়ী বলেন, রাত একটা থেকে শ্রীমঙ্গল শহর খালি হয়ে যাওয়া শুরু করে। তাঁরা প্রতিবছর ঈদের আগের রাতে সারা রাত দোকান খোলা রাখেন। এবার এমনিতেই বেচাবিক্রি কম। এর মধ্যে মারামারির কারণে অনেক মালামাল অবিক্রীত থেকে গেছে। অনেকেই ঈদের কেনাকাটা করতে পারেনি। এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় শহরে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ৫৬টি শটগানের ফাঁকাগুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক মেয়র, বিএনপি নেতা মহসিন মিয়াসহ ১৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি নাজিম রেজা নামে এক চাকুরীজীবিকে ফেরীর জাল টিকিটের ছবি তোলায় পরিবারের সদস্যদের সামনে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(০৩ এপ্রিল)

সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে বিপদগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আজ (০৩ এপ্রিল) জরুরি ত্রাণ এবং

খোকসায় পরপর দুটি দুর্ঘটনায় মৃত্যু, নিয়ন্ত্রণহীনতায় উঠতি বয়সের চালক আতঙ্কিত এলাকাবাসী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারী মোঃ আহম্মদ আলী খান (৮০) মারা গেছেন। গত দুই দিনে আগে খোকসা বিলজানি

ঝালকাঠির নলছিটিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২

Scroll to Top