৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর মহাসড়কে নিরাপদ যান চলাচল ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল ও চেকপোষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

১লা এপ্রিল সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড এবং সৈয়দপুর বাসটার্মিনাল, শুটকির মোড় ও পাঁচ মাথা মোড়ে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল, নছিমন, ভটভটি, প্রাইভেট কার ও যাত্রীবাহীবাসে তল্লাসী কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সুত্র জানায়, গত ২মার্চ থেকে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন ধরনের চেকপোষ্ট ও তল্লাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত দুই উপজেলায় ২৫২টি মামলায় ৮লাখ ৩৬হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে নীলফামারীতে ১৪২টি মামলায় ৪লাখ ৭০হাজার ৬’শ টাকা এবং সৈয়দপুরে ১১০টি মামলায় ৩লাখ ৬৫হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহসান জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীতে সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঈদের পরও নিরলস ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি বলেন, যৌথ বাহিনীর চেকপোষ্ট পরিচালনার মুল উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধিসহ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতিকারীদের তৎপরতা সীমিত রাখা যায়।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদার জানান, কার্যক্রমের ফলে জনগণের মাঝে আরো তৎপরতা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। চেকপোষ্টের মাধ্যমে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল ও মাইক্রোবাসে একাধিক আরোহী থাকায় তাদেরকে সতর্ক করা হয়।এছাড়াও বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাসীসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাসী করা হয়।

এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওমর ফারুক, ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদার, পুলিশের উপ-পরিদর্শক(এসআই) প্রশান্ত রায় ও এসআই সুজন উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি নাজিম রেজা নামে এক চাকুরীজীবিকে ফেরীর জাল টিকিটের ছবি তোলায় পরিবারের সদস্যদের সামনে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(০৩ এপ্রিল)

সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে বিপদগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আজ (০৩ এপ্রিল) জরুরি ত্রাণ এবং

খোকসায় পরপর দুটি দুর্ঘটনায় মৃত্যু, নিয়ন্ত্রণহীনতায় উঠতি বয়সের চালক আতঙ্কিত এলাকাবাসী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারী মোঃ আহম্মদ আলী খান (৮০) মারা গেছেন। গত দুই দিনে আগে খোকসা বিলজানি

ঝালকাঠির নলছিটিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২

Scroll to Top