১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খোকসায় ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬.৩০ ঘটিকায় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ আফজাল হোসেন কাজী তার স্ত্রী মোছাঃ মাঝু খাতুনের মাধ্যমে ভিকটিমকে তাদের বাড়িতে ডেকে নেন পিঁয়াজ কাটার জন্য। কাজ চলাকালীন সময়ে ভিকটিম তাদের বাড়িতে বসে থাকেন। কিছুক্ষণ পর ভিকটিম নিজ বাড়িতে ফিরে যেতে চাইলে আসামি তাকে কৌশলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু রাত অনুমান ৭.৩০ ঘটিকার সময় নির্জন স্থানে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন এবং টাকার প্রলোভন দেখান। ভিকটিম এতে রাজি না হলে আসামি তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে।

ঘটনার পর ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে, তার মা বাদী হয়ে ৩ এপ্রিল ২০২৫ তারিখ খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি খোকসা থানায় নং- ২/৪৪ হিসেবে রুজু করা হয়।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত মোঃ আফজাল হোসেন কাজীকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে ফলের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা

মোঃসাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগর বাজারে তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় অদ্য ১০ এপ্রিল ২০২৫ তারিখে

সরাইলের তেরকান্দা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন

খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দের গ্রুপ ও বারিক দু’গ্রুপে সংঘর্ষে গুরুতর আহত জসিম উদ্দিন (৪০) মঙ্গলবার

দীঘিনালায় গাঁজাসহ আটক ১ যুবক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় গাঁজা সহ এক যুবককে আটক করছে দীঘিনালা থানা পুলিশ বৃহস্পতিবার(১০এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা

নীলফামারী তত্ত্বাবধায়ক আবু-আল-হাজ্জাজের বিরুদ্ধে সদর হাসপাতালে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে সদর ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আবু-আল-হাজ্জাজের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন করেছে জেলা জেলা বৈষম্য বিরোধী

Scroll to Top