১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির নলছিটিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে। বুধবার রাতে শহীদুল্লাহ শহীদ (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি) ও মো. আদু হাওলাদারের (সাধারণ সম্পাদক, মগড় ইউনিয়ন শ্রমিক দল) নেতৃত্বে দুপক্ষ মুখোমুখি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মো. মাইসুল ইসলামসহ (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, ঝালকাঠি) প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টির সমাধানের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১৮ বছর আগে বিক্রি করা জমি এখন জোরপূর্বক দখল করে বিক্রির অভিযোগ – ভুক্তভোগীর আকুতি ন্যায়বিচারের

জাহেদুল ইসলাম আল রাইয়ান, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব ধেচুয়া পালং এলাকার এক নারী রাশেদা খানম ১৮ বছর আগে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তার

লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অদ্য ০৯ ই এপ্রিল রোজ বুধবার লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা কমিটির আহবায়ক ও জেলা

গণধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা, ৯ এপ্রিল ২০২৫: রাজধানী ঢাকার তেজগাঁও থানা পুলিশ গণধর্ষণ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো: হাসিব

১৮ মামলার আসামি হানিফসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোটরসাইকেল চুরি করার সময় পেশাদার চোর, মাদক কারবারি ও ১৮ মামলার আসামি হানিফসহ মোটরসাইকেল চোর চক্রের

Scroll to Top