১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে অপসারণ করেছে সাংবিধানিক আদালত

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার (৩ এপ্রিল) আদালত এই রায় ঘোষণা করে। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে।

আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর রাষ্ট্রপতি ইউন সুক-ইওল স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী মহল সরকারে অনুপ্রবেশ করেছে, তাই তিনি ওই পদক্ষেপ নিয়েছেন।

কিন্তু তদন্তে উঠে আসে, ইউন সুক-ইওল সেই সময় জাতীয় পরিষদ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আটক করে সামরিক শাসন বজায় রাখার চেষ্টা করেন। এই অভিযোগের ভিত্তিতে সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয় এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি কার্যত বরখাস্ত হন, যদিও আইনি জটিলতার কারণে তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন।

সাংবিধানিক আদালতের আটজন বিচারকের মধ্যে ছয়জন রায়ে সম্মতি দেন। এই রায়ের মধ্য দিয়ে ইউন সুক-ইওলের রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ চূড়ান্তভাবে শেষ হলো। এখন সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে পরিচালিত এই অভিযানে বিভিন্ন

ইসরাইলের নতুন হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯, উদ্বেগ বাড়াচ্ছে মানবিক পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল)

পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন চালু হবে না: মমতা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর রাজ্যে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না। বুধবার (৯ এপ্রিল) কলকাতায় জৈন সম্প্রদায়ের

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১০ জন নিহত, পাল্টা জবাবে হুথিদের ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন

Scroll to Top