দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
বিমসটেকের সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এমন একটি অঞ্চলের স্বপ্ন দেখি, যেখানে সব দেশ যৌথ কল্যাণের ভিত্তিতে একত্রে কাজ করবে।’
তিনি বলেন, বিমসটেক অঞ্চল বিশাল সম্ভাবনাময় হলেও এখানকার জনগণের জন্য সেই সুযোগ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জ্বালানি নিরাপত্তা, কানেক্টিভিটি, আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘বিমসটেক কার্যকর, ফলপ্রসূ ও প্রকল্পভিত্তিক উদ্যোগ গ্রহণ করুক—এটাই আমাদের প্রত্যাশা।’ একইসাথে তিনি বিমসটেককে পুনরুজ্জীবিত করতে সদস্য দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।