মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ
সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। এবার এটি চ্যালেঞ্জ করতে কংগ্রেস শিগগিরই ভারতের সুপ্রিম কোর্টে যাবে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।
শুক্রবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় টানা ১৩ ঘণ্টার বিতর্কের পর বিতর্কিত এই বিলটি পাস হয়। এর একদিন আগে বৃহস্পতিবার ভোরে বিলটি লোকসভায় পাস হয়। এর পক্ষে পড়ে ২৮৮ ভোট, বিপক্ষে যায় ২৩২ ভোট।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস খুব শিগগিরই সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করবে। আমরা আত্মবিশ্বাসী এবং সংবিধানের নীতিমালা, বিধান ও চর্চার ওপর মোদি সরকারের সব আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।’
রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে হওয়া আলোচনায় বিরোধী দলগুলো বিলটির তীব্র বিরোধিতা করে একে ‘মুসলিম-বিরোধী’ এবং ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দেয়। সরকার পক্ষ থেকে জবাবে বলা হয়, এটি একটি ‘ঐতিহাসিক সংস্কার’, যা সংখ্যালঘু সম্প্রদায়ের ‘উপকারে’ আসবে। রাজ্যসভায় এই বিলটির পক্ষে ভোট পড়ে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি।
জয়রাম রমেশ এও উল্লেখ করেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯, তথ্য অধিকার আইন সংশোধনী, ২০১৯, নির্বাচন বিধিমালার সংশোধনী, ২০২৪ এবং উপাসনাস্থল আইন, ১৯৯১– এসব ইস্যুতেও কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং প্রতিটি বিষয়ে আদালতে শুনানি চলছে। কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, তারা সংবিধানের চেতনা ও কাঠামো রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে।