মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সাংবাদিক আব্দুর রাজ্জাককে হত্যা চেষ্টার সংবাদ প্রকাশের জেরে সারাবাংলা ডট নেট এর নীলফামারী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট রাশেদুল ইসলাম আপেলকে মোবাইলে অশ্রাব্য গালিগালাজের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক সন্ত্রাসী।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে সাংবাদিক আপেলের ব্যক্তিগত মোবাইল ফোনে এক অপরিচিত নাম্বার (01946-558457) থেকে এই হুমকি দেয়া হয়। নিরাপত্তার সঙ্কায় থাকা আপেল এ বিষয়ে কল রেকর্ড সহ ওইদিন রাতে ডোমার থানায় একটি জিডি করেন। সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল নীলফামারী সাংবাদিক ইউনিয়নের দপ্তর বিষয়ক সম্পাদকের দ্বায়ীত্বে রয়েছে।
কল রেকর্ড থেকে জানা যায়, সম্প্রতি দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় যে ব্যক্তি সাংবাদিক রাজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যায় তার নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় সারাবাংলা প্রতিনিধি আপেলকে তার মা-বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালাগালিগালাজ করে ও দেখে নেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। নিরাপত্তার আশঙ্কায় থাকা সাংবাদিক আপেল হুমকির কল রেকর্ড সহ ডোমার থানায় একটি জিডি করেন।