আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন ইসলামী যুব মজলিসের বার্ষিক যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় স্থানীয় ডৌবাড়ি বাজারে উক্ত যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সদস্য সচিব মাওলানা রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচলানা করেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কে এম মনসুর আহমদ।
সাংবিধানিক নিয়মে উপস্থিত যুব কাউন্সিল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার কেএম মনসুর আহমদ। সভাপতি নির্বাচিত হন মাওলানা আসহাব উদ্দীন আল আযাদ এবং সেক্রেটারি মনোনীত হন মাওলানা রুহুল আমিন রুবেল।
নবনির্বাচিত সভাপতি মাওলানা আসহাব উদ্দীন আল আযাদের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হেদায়তি বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ডৌবাড়ি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা ইসমাইল সিরাজী।
২০২৫-২৬ সেশনের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি জাবেদ আহমদ, সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ সেক্রেটারি হাফিজ ফাহাদ আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ সালিক এবং নির্বাহী সদস্য হাফিজ মনসুর আহমদ ও কামাল উদ্দীন।
পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল শেষ হয় মোনাজাতের মাধ্যমে।