৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ এপ্রিল শনিবার) সকাল এগারোটায়, জেলা সদরের বিশ্বরোড মোড়স্থ নিজস্ব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়, মধ্যাহ্ন ভোজ  ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের চেয়ারম্যান জনাব বরিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহাসচিব শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, ইমাম হাসান জুয়েল,  বিপ্লব হাসান, মনিরুল ইসলাম সহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা ৫ আগস্ট ২০২৪ এর পর রাষ্ট্রীয় চাপ, বিধি-নিষেধ বা হুমকি ব্যতীত স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের অধিকার ভোগ করছেন। পাঠক সমাজ সত্যনিষ্ঠ সংবাদ পাঠের আস্বাদন পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক অপশক্তি, দুর্নীতিবাজ  চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক!
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধ স্বার্থান্নেষী মহল ও চাঁদাবাজ সন্ত্রাসীরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য আগে যেমন হুমকি ছিল , বর্তমানের হুমকি এবং আগামী দিনেও বিপজ্জনক থাকবে।
তিনি আরো বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ় ঐক্য গড়া যেমন জরুরী, অপরদিকে সরকারের তরফ থেকে আইনি সাপোর্ট দেয়ার জরুরী । এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।
জনাব রবিউল ইসলাম বলেন,  সাংবাদিকরা নিজেরা নিজেদের শত্রু! ব্যাঙের ছাতার মত সাংবাদিক সংগঠন গজিয়ে উঠছে, কিন্তু কারো সাথে কারোরই পেশাদারিত্ব সম্পর্ক নেই! অথচ ঐক্য ছাড়া কোন সমাজ, জাতি বা গোষ্ঠী-সম্প্রদায়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা  সম্ভব নয়।

মধ্যাহ্ন ভোজ শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারনী সিদ্ধান্ত নেয়া হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু ॥ শিশু আহত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুত গতির মাইক্রোবাস চাপায় বাকপ্রতিবন্ধী শাবানা আক্তার (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার কিয়াম উদ্দিন মোল্যা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে

কলাপাড়ায় গৃহবধু নিখোঁজ নাটকের অবসান, প্রেমিকসহ উদ্ধার

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ মোসাঃ নুপুর বেগম(৩২) এর অবশেষে নিখোঁজ নাটকের অবসান। শনিবার দিবাগত

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫ জন

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ১০:৩০ টার দিকে শহরের

Scroll to Top