১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় গৃহবধু নিখোঁজ নাটকের অবসান, প্রেমিকসহ উদ্ধার

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ

কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ মোসাঃ নুপুর বেগম(৩২) এর অবশেষে নিখোঁজ নাটকের অবসান।

শনিবার দিবাগত গভীর রাত ০২টায় ডিবি পটুয়াখালীর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ভিকটিমের প্রেমিক হাসান মাহমুদ(৩০), পিতা: মৃত ফজলুর রহমান, গ্রাম: পাদ্রেশিবপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশালের বসত ঘর হইতে ভিকটিম ও তার প্রেমিক হাসান মাহমুদকে উদ্ধার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (পহেলা এপ্রিল) দিবাগত গভীর রাত তিনটায় কলাপাড়া উপজেলার ১নং চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের মোঃ আলমগীর হোসেন সিকদারের স্ত্রী নুপুর নাটকীয় ভাবে নিখোঁজ হয়। আগে থেকেই রক্ত সংগ্রহ করা ছিলো, সুযোগ বুঝে ঘরের মেঝেসহ বাড়ির বিভিন্ন স্থানে মাথার চুলে রক্ত লাগিয়ে পরিকল্পিত ভাবে জমাট রক্তের নাটক সাজানো হয়।

ঘটনায় কলাপাড়া থানার মামলা নাম্বার ০২ তাং ০২-০৪-২০২৫ ইং ধারা-৩৬৪ পেনাল কোড রুজু হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

উদ্ধারকৃত ভিকটিম ও তার প্রেমিক কলাপাড়া থানা হাজতে আছে মর্মে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, অবশেষে নিখোঁজ নাটকের অবসান হয়েছে, ভিকটিম ও তার প্রেমিক এর বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে  জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নলছিটিতে গভীর রাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটের অভিযোগ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ,ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ডুবিল গ্রামে শুক্রবার (১১এপ্রিল) দিবাগত

লালমোহনে সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকরা

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রণোদনার সার-বীজ পেয়ে তেল জাতীয় ফসল সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারেও অন্যান্য তেল জাতীয় ফসলের

নীলফামারীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা, টাকা ছিনতাই

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জেরে নীলফামারী সদর উপজেলার অবিনাশের মোড় বটতলী বাজার নামক এলাকার এক হার্ডওয়ার ব্যবসায়ীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ

গৌরনদীতে কবি সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধি গৌরনদী চন্দ্রদীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের উদ্যোগে গৌরনদী বিএমএসএফ কার্যালয়ে কবি ও কথা সাহিত্যিক

Scroll to Top