মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুত গতির মাইক্রোবাস চাপায় বাকপ্রতিবন্ধী শাবানা আক্তার (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার কিয়াম উদ্দিন মোল্যা পাড়ার প্রতিবন্ধী গহের প্রামানিকের স্ত্রী।
এসময় ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু আহত হয়েছে।
রবিবার (০৬ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার সমর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানাল ঘাটের দৌলতদিয়া মডেন হাইস্কুলের সামনে এ দুঘর্টনা ঘটে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, ঢাকামুখী দ্রুত গতির একটি হায়েচ গোয়ালন্দ ঘাটের দিকে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় বাকপ্রতিবন্ত্রী শাবানা আক্তার ও শিশু ফাতেমা আক্তার পিংকি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা শাবানা আক্তারকে মৃত ঘোষণা করেন। এসময় শিশু ফাতেমা আক্তার পিংকিকে চিন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।